
ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে হত্যা চেষ্টা মামলার আসামীরা জামিনে বের হয়ে সাংবাদিক পরিবারকে মামলা ও হামলার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ যেন সেই পুরোনো গল্প মাছে কোচ লড়ায়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়, মোটা অংকের চাঁদা দাবি এবং দাবিকৃত টাকা না দেওয়ায় দৈনিক আজকের পত্রিকা বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম আকাশ ও তার পরিবারের উপর হামলা চালায় এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা।
গত ২১ সেপ্টেম্বর সাংবাদিক আকাশকে বাসা থেকে ডেকে এনে হত্যার উদ্দেশ্য হামলা চালায় পক্ষিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সোহেল হোসেন শিপন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মো: সম্রাট হোসেন শাকিল, মো: সোহরাব হোসেন বাবুল, মোঃ নিরব হোসেন, মো: লাবিব ওরফে তামীম, মোসা: মহসিনা বেগম, মোসা: লাকি বেগমসহ ৮-১০ জন সন্ত্রাসী।
আকাশের ডাক চিৎকার শুনে আকাশকে উদ্ধার করতে গেলে তার ছোট ভাই রায়হান, মা মোসা: খালেদা বেগম ও বোন মোসা: সায়মা আফরোজ হাবিবার ওপরে হকিস্টিক, রড, ছুড়িসহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।
এ ঘটনায় গত ২২ সেপ্টেম্বর রাতে বোরহানউদ্দিন থানায় আকাশের মা বাদী হয়ে একটি হত্যা চেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন। পুলিশ চার্জশিট দেয়ার আগেই আসামীরা স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিনে এসে উল্টো সাংবাদিক আকাশ ও তার পরিবার কে চাঁদাবাজী মামলা-হামলা এবং ফের হত্যার হুমকি দেয়।
এ ঘটনার পর সাংবাদিক আকাশের পরিবার বর্তমানে নিরাপত্তা হীনতায় ভুগছে। এ বিষয়ে সাংবাদিক আকাশ বলেন, কোর্ট থেকে জামিনে এসেই আসামীরা আমাকে চাঁদাবাজী মামলা প্রদানের হুমকি দেয়। আমাকে ফের হত্যা ও হামলার হুমকি দিচ্ছে।
সাংবাদিক আকাশের মা খালেদা বেগম বলেন,আমার ছেলে সাংবাদিক হওয়ায় আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
আকাশের বোন মোসা: সায়মা আফরোজ হাবিবা বলেন, আমি একজন গর্ভবতী কিন্তু সন্ত্রাসীরা আমাকেও ছাড় দেয়নি। আমাকে শারীরিক নির্যাতন করেছে এবং আমার কানে, গলায় ও হাতে ব্যবহার করা স্বর্ণালংকার নিয়ে যায়।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ নৌবাহিনী এবং বরিশাল র্যাব-৮ ভোলা সিপিপিসি ক্যাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


