ঢাকাসোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫

বরিশাল কোতোয়ালি মডেল থানা থেকে পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতা জয় গ্রেপ্তার

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল কোতোয়ালি মডেল থানা থেকে পালিয়ে যাওয়া জয় সাহা (৩০) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

 

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টায় নগরীর কাউনিয়া কালাখা বাড়ি এলাকা থেকে জয়কে গ্রেপ্তার করা হয়।

 

বিয়ষটি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান।

 

তিনি জানিয়েছেন, রাতে অভিযান চালিয়ে নগরীর কাউনিয়া কালাখা বাড়ি এলাকা থেকে জয়কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

 

জয় সাহা বরিশাল জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও নগরীর বেলতলা এলাকার যুগল কৃষ্ণ সাহার ছেলে।

 

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর মাদক মামলায় জয় সাহাকে গ্রেপ্তার করে থানায় আনার পর নাম ঠিকানা লিখে গারদ খানায় নিয়ে যাওয়ার সময় এক কন্সটেলবকে ধাক্কা দিয়ে দৌঁড়ে পালিয়ে যান সে।

 

থানা সূত্রে জানা যায়, গত পাঁচ মাস আগে বরিশাল আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান দিয়ে নাশকতা চেষ্টা করা মামলার ৬ নাম্বার আসামি জয়। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।