
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার, শফিকুল ইসলাম।
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিতকল্পে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মহানগরীর এয়ারপোর্ট থানা, কোতোয়ালি মডেল থানা ও কাউনিয়া থানাধীন বিভিন্ন পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম।
পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পুজামন্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্তব্যে নিয়োজিত পুলিশ সদস্য ও ডিউটি তদারকি কর্মকর্তাদেরকে সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে সর্বোচ্চ সর্তক অবস্থায় দায়িত্ব পালনের জন্য গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় তিনি পূজামন্ডপ ও তার আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বেলাল হোসাইন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রিয়াজ হোসেন।


