
প্রেস বিজ্ঞপ্তি :: বরিশাল মহানগর যুবদলের ৩ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক সুমন গাজীকে পরিকল্পিতভাবে হত্যা ও এ ঘটনাকে রাজনৈতিকভাবে ভিন্নখাতে প্রবাহিত করতে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উলফাত রানা রুবেলের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলা দায়েরের প্রতিবাদ জানিয়েছে বরিশাল দক্ষিণ জেলা যুবদল।
রবিবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকার ও তাদের সহযোগী মহল রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার হীন উদ্দেশ্যে নিরীহ যুবদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। বরিশাল মহানগরের ৩ নম্বর ওয়ার্ডের যুবদল নেতা সুমন গাজী হত্যার ঘটনায়ও রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে জড়ানোর অপচেষ্টা চলছে।
প্রেস বিজ্ঞপ্তিতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ও বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট এইচ.এম. তসলিম উদ্দিন এবং ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর সরকারের নির্যাতন এখন চরমে পৌঁছেছে। এ ধরনের হয়রানিমূলক মামলা গণতান্ত্রিক রাজনীতিকে দমিয়ে রাখার অপচেষ্টা।
বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক মো. শাহবুদ্দিন হাওলাদার (সাবু)।