ঢাকাবৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫

বরিশাল নগরীতে এক যুবতীকে ধর্ষণের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ১৬, ২০২৫ ৯:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল শহরের অনামি লেন থেকে ২০ বছরের যুবতীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে বরিশাল কোতয়ালী থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বুধবার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক ওই নির্দেশ দেন। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন : বেতাগি থানার দেশান্তরকাঠি গ্রামের মেহেদী হাসান, মিজানুর রহমান , নিলুফা বেগম , শাওন সরদার। নগরীর দপ্তরখানা সেলিম কমিশনার বাড়ির বাসিন্দা বাদী মামলায় উল্লেখ করেন- এক নম্বর আসামি মেহেদী হাসানের সাথে বাদির বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বসে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে আসামি বিয়ের প্রস্তাব দিলে বাদী বাবা-মার সাথে কথা বলতে বলে। আসামি মেহেদী হাসান বাদিকে নগরীর অনামিলেনের অ্যাডভোকেট কাজী মনিরের বাসার সামনে আসতে বলে। বাদী ২০২৪ সালের ৪ মে সেখানে আসলে আসামিরা ভয়ভীতি দেখিয়ে বাদিকে অপহরণ করে বেতাগী নিয়ে যায়। এরপর একটি কক্ষে আটক রেখে বাদিকে ধর্ষণ করে। এক পর্যায়ে বাদী অন্ত:স্বত্ত্বা হয়ে পড়ে।