
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে অতিথি পাখি বিক্রি করতে এসে অসাধু ব্যবসায়ী আটক।
বরিশাল জেলার উজিরপুরে অতিথি পাখিসহ অসাধু ব্যবসায়ীকে আটক করেছে উপজেলা বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার মশাং বাজার থেকে তাকে করা হয়।
সূত্রে জানা যায়- শনিবার দুপুরে হারতা ইউনিয়নের কালবিলা গ্রামের সুরেন বিশ্বাসের ছেলে অসাধু ব্যবসায়ী সুরেশ বিস্বাস মশাং বাজারে পাখি বিক্রি করতে আসলে উপজেলা বন কর্মকর্তা হুমায়ুন কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে বিভিন্ন ২০টি প্রজাতির অতিথি পাখিসহ তাকে আটক করে। এদিকে অতিথি পাখিগুলো সন্ধ্যা নদীতে অবমুক্ত করার প্রক্রিয়া চলছে। অভিযানে উপস্থিত ছিলেন ফরেষ্ট গার্ড বদিউজ্জামান বাদল, গ্রাম পুলিশ মোঃ সেলিম শেখ।