
নিজস্ব প্রতিবেদক :: চলমান মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞার মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের পদ্মা নদীতে চলাচলরত ফেরিতে প্রকাশ্যে চলছে ইলিশ মাছ বিক্রি।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ফেরিতে দেখা যায় এমন দৃশ্য ।
এ সময় দেখা যায়, বিক্রেতারা ছোট ছোট ঝুড়িতে ফেরি করে ডেকে ডেকে ইলিশ বিক্রি করছেন। তবে প্রতিটি ঝুড়িতে দেখা গেছে ছোট (জাটকা) সাইজের ইলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিক্রেতা বলেন, ‘ফেরিতে ঘুরে ঘুরে ডেকে মাছ বিক্রি করছি এবং অনেকেই তা কিনছে। যার কাছ থেকে যেভাবে পারছি দাম নিচ্ছি। ‘এখন তো ইলিশ ধরা ও বিক্রি নিষেধ তাহলে কেন বিক্রি করছেন?’— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘করছি আরকি। তবে প্রশাসনের লোকজন দেখলে লুকিয়ে পড়ি।’
রাফিজুল নামে এক যাত্রী বলেন, ‘ফেরিতে অনেকেই ইলিশ বিক্রি করছে, কেউ বাঁধা দিচ্ছে না। অনেক ক্রেতাও তা কিনছেন। বিক্রির দৃশ্য দেখে মনে হচ্ছে অভিযান শেষ। আসলে সরকারের নিয়ম-নীতি এখন কেউ মানতে চাইছে না।’
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান বলেন, ‘মা ইলিশ রক্ষায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আজ এখন পর্যন্ত একাধিক অভিযান করেছি এবং আরেকটি অভিযানের প্রস্ততি চলছে। আর গোয়ালন্দে সবচেয়ে বেশি অভিযান পরিচালিত হচ্ছে। ফেরিতে ইলিশ বিক্রির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।’
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় জেলার পদ্মা নদীর বিভিন্ন অংশে ৮টি অভিযান পরিচালনা করেছে জেলা ও উপজেলা প্রশাসন, মৎস্য কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ৮১ কেজি ইলিশ মাছসহ ১ লাখ ৯৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৭ লাখ ৮০ হাজর টাকা।