
নিজস্ব প্রতিবেদক :: ইতালি থেকে দেশে এসে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন খোকন।
নিজ দেশের মাটির টানে, নিজ দলের টানে ও জনগের অধিকার আদায়ের লক্ষে নিজের কাজ ফেলে রেখে দলের মর্যাদার আসনের মান ধরে রাখতে দল থেকে যে প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নেতাকর্মীদের সাথে নিয়ে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে প্রচারণায় নেমেছেন ইতালি এই প্রবাসী।আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর-৫ আসনে দল থেকে যে প্রার্থী দেওয়া হবে তাবে নির্বাচিত করার আহ্বায়ন জানিয়ে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে বাংলাদেশে এসেই নিজ দেশে ফিরেই পরিবার পরিজনদের সাথে সাক্ষৎ না করে গ্রামের হাট বাজার থেকে শুরু করে ভোটারদের ঘরে ঘরে গিয়ে দলের পক্ষে ধানের র্শীষের ভোট চাচ্ছে বিএনপির নেতা ও বারি ইতালি প্রবাসী খলিলুর রহমান খোকন। তিনি ভোটারদের সাথে সাক্ষৎ কালে বলেন আমি কোন প্রার্থী নয়। আমি কোন নির্বাচন করবো না। আমি ইতালি থেকে দেশে এসেছি দেশের মাঠি টানে এবং ছোটকাল থেকে পছন্দ করা দল বিএনপির জন্য। তবে আমি আপনাদের একটা কথা বলতে চাই, যে বাংলাদেশের অর্থনীতি ঘুড়ে দারানোর জন্য আপনার আপনাদের প্রিয় দল বিএনপিকে ভোট দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় করবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া ও পাওয়া। তবে দল থেকে যাকে মনোনয়ন দিবে আপনারা তাকেই ভোট দিয়ে বিজয় করবেন বলে অনুরোধ জানান তিনি। বৃহস্পতিবার বিকেলে বারি ইতালি থেকে নিজের দেশ বরিশাল সদর উপজেলার টুঙ্গীবাড়ীয়া ইউনিয়নের পতাং বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো জনগণের মধ্যে তুলে ধরতে লিফলেট কালে তিনি একথা বলেন। এ সময় বরিশাল সদর উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক সরোয়ার আকন, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম বাবু, তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন রিপনসহ স্থানীয় যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও তাঁতি দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণ শেষে প্রবাসী বিএনপির’র নেতা খলিলুর রহমান খোকন আরো বলেন, “বিএনপি জনগণের দল, জনগণের অধিকার পুনরুদ্ধারই আমাদের লক্ষ্য। দেশের বর্তমান সংকট নিরসনে বিএনপি যে ৩১ দফা রাষ্ট্র কাঠামোর প্রস্তাব দিয়েছে, তা বাস্তবায়িত হলে বাংলাদেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।” “বিদেশে অবস্থান করেও আমরা দলের এই নীতিমালা ও কর্মসূচি সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে বদ্ধপরিকর। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” স্থানীয় নেতৃবৃন্দ বলেন, বিএনপি’র এ ৩১ দফা রাষ্ট্র কাঠামো জনগণের প্রত্যাশা পূরণের একটি যুগোপযোগী দিকনির্দেশনা। তাঁরা আশা প্রকাশ করেন, দেশবাসী এই ঘোষণাকে সমর্থন জানাবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুক্ত হবে।