
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি :: পটুয়াখালীর দশমিনা উপজেলায় সহকারী শিক্ষক সুমি চৌধুরী (৩০) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি দুঃসম্পর্কের আত্মীয় মো. আদনান শুভ (২৭)-এর বিরুদ্ধে বিভিন্ন সময় ভয়ভীতি, হুমকি ও পারিবারিকভাবে হয়রানির অভিযোগ তুলেছেন।
অভিযোগে জানা যায়, সুমি চৌধুরী মধ্য আরজবাগী শিকদারীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং তার স্বামী মো. মশিউর রহমান মীর পূর্ব আলীপুর গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি উল্লেখ করেন, বিবাদী আদনান শুভ আত্মীয়তার সূত্রে তার স্বামীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং পরবর্তীতে বিভিন্ন কুপ্রস্তাবসহ অশোভন আচরণ করতে থাকেন।
অভিযোগে আরও বলা হয়, বিবাদী শুভ তাদের পরিবারকে সামাজিক ও আর্থিকভাবে ক্ষতি করার চেষ্টা করছেন এবং একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছেন। গত ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে তিনি কয়েকজন সহযোগী নিয়ে বিদ্যালয়ে এসে ভয়ভীতি প্রদর্শন করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া অভিযোগে বলা হয়, বিবাদী পূর্বে তার স্বামীর কাছ থেকে ৫ লাখ টাকা ধার নেন। পরে টাকা ফেরত না দেওয়ায় তার স্বামী পটুয়াখালী আদালতে একটি সি.আর মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন।
এ বিষয়ে অভিযুক্ত আদনান শুভ মুঠোফোনে জানান, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন,“অভিযোগকারী সুমি আমার আত্মীয়। তার স্বামীর সঙ্গে আমি ব্যবসা করতাম। প্রাইমারি স্কুলের চাকরির প্রলোভন দেখিয়ে তারা আমার কাছ থেকে পাঁচ লাখ টাকার চেক নেন। চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেন।”
এ বিষয়ে দশমিনা থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বলেন, “লিখিত অভিযোগটি হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”