ঢাকাবুধবার , ২৯ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নয়াপল্টনে নিরাপদ ও মনোরম পরিবেশে ফের চালু হচ্ছে “জার্নালিস্ট শেল্টার হোম”

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ২৯, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: দেশব্যাপী মফস্বল সাংবাদিকদের সবচেয়ে বড় নেটওয়ার্ক “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম” এর ট্রাস্টি বোর্ডের ব্যবস্থাপনায় আগামী ১ নভেম্বর থেকে পুনরায় চালু হচ্ছে জার্নালিস্ট সেল্টার হোম।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে জানিয়েছেন-পেশাগত কাজে রাজধানীতে আসা এবং হামলা-মামলার শিকার সাংবাদিকদের জন্য নয়াপল্টনে ফের চালু হচ্ছে জার্নালিস্ট সেল্টার হোম।

এখানে সাংবাদিকরা স্বল্প খরচে থাকা-খাওয়াসহ ওয়াইফাই এবং সংবাদ পাঠানোর জন্য কম্পিউটার সুবিধা পাবেন। এতে দৈনিক তাদের তিন বেলা খাবারসহ পরিশোধ করতে হবে মাত্র পাঁচশ’ টাকা।

নিরাপদ ও মনোরম পরিবেশে ঢাকার প্রাণকেন্দ্র নয়াপল্টন হাউজিংয়ের মধ্যে ১০/কে ভবনের ষষ্ট তলায় জার্নালিস্ট সেল্টার হোম চালু করা হবে জানিয়ে আহমেদ আবু জাফর আরও জানিয়েছেন-ইতিপূর্বে ২০২২ সালে রাজধানীর চিটাগাং রোডে মাতুয়াইল মেডিক্যালের সামনে আমান সিটির একটি ভবনে জার্নালিস্ট সেল্টার হোম চালু করা হয়েছিলো। টানা দুইবছর এটি চালু রাখা হলেও পরবর্তীতে নানা কারণে জার্নালিস্ট সেল্টার হোমটি বন্ধ থাকার পর পুনরায় সেটি চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন-ঢাকার বাহিরের সাংবাদিকদের জন্য সংগঠনটি স্বল্প খরচে এই উদ্যোগটি গ্রহণ করেছে। নানা কারণে প্রকল্পটি বেশ কিছুদিন বন্ধ থাকার পর পুনরায় এটি চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী পহেলা নভেম্বর থেকে মফস্বল থেকে আসা সাংবাদিকরা জার্নালিস্ট সেল্টার হোমের সেবা গ্রহণ করতে পারবেন।

জার্নালিস্ট সেল্টার হোমের উপ-তত্ত্বাবধায়ক এসএস রুশদি জানিয়েছেন, আমাদের সংগঠন সাংবাদিকদের কল্যাণে সর্বদা বদ্ধপরিকর। তাই ২৪ ঘন্টা জার্নালিস্ট সেল্টার হোমের সেবা অব্যাহত থাকবে।