ঢাকাবুধবার , ২৯ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে দুই মাথাওয়ালা শিশুর জন্ম

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ২৯, ২০২৫ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিভাগের পিরোজপুরের নেছারাবাদে দুই মাথাওয়ালা এক শিশুর জন্ম হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) আনুমানিক রাত সাড়ে আটটার দিকে উপজেলার জাহানআরা প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অপারেশন মাধ্যমে ওই শিশুর জন্ম হয়।

 

শিশুটির জন্মের ৫ ঘণ্টা পর মৃত্যু হয়। চৈতি মন্ডল (২০) নামে এক গৃহবধূর দুই মাথাওয়ালা এ শিশু হয়।


চৈতি মন্ডল উপজেলার রোংগাকাঠি গ্রামে চিত্ত রঞ্জন  মন্ডলের মেয়ে এবং পটুয়াখালীর বাউফল উপজেলার লিমনের স্ত্রী।
জাহানআরা হাসপাতালের চিকিৎসক ডা. নরেশ চন্দ্র্র বড়াল বলেন, মা সুস্থ আছেন এবং শিশুটি জন্মের আনুমানিক ৫ ঘণ্টার পর রাত দেড়টার দিকে মৃত্যু হয়।
জানা গেছে, গৃহবধূ চৈতির শারীরিক অবস্থা বেশি খারাপ হলে স্বজনরা জরুরি ভিত্তিতে ওইদিন সন্ধ্যার পর জাহানআরা প্রা. হাসপাতালে নিয়ে আসেন। সেখানে ওই গৃহবধূর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দুই মাথাওয়ালা শিশুর জন্ম হয়।