
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে বিদ্যালয়ের দেয়াল ভেঙে জমি দখলে চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা।
বরিশাল বিভাগের বরগুনা জেলার বামনা উপজেলার আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের দেয়াল ভেঙে দোকানের জায়গা দখলদার কর্তৃক দখলের চেষ্টা চালানো হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক ব্যক্তি বিদ্যালয়ের নৈশপ্রহরির সামনেই স্কুলের ভেতর থেকে দোকানের শাটার লাগিয়ে সরকারি প্রাচীর ভেঙ্গে জমি দখলের চেষ্টা করেন। পরে খবর পেয়ে বামনা উপজেলা নির্বাহী অফিসার মোঃ পলাশ আহমেদ এবং বামনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে ভাঙচুরের কাজ বন্ধ করে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দখলদার কর্তৃক দখলের চেষ্টার সময় বামনা উপজেলা বিএনপির সদস্য মোঃ সালাহ উদ্দিন হাওলাদারের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সালাউদ্দিন হাওলাদারসহ অভিযুক্ত আল আমীন এর বক্তব্য নিতে চাইলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তারাহুড়ো করে পালিয়ে যান।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেন, “রাতের অন্ধকারে সরকারি প্রাচীর ভেঙে দোকানের জায়গা দখলের চেষ্টা খুবই দুঃসাহসিক কাজ। এ ঘটনায় আমরা উদ্বিগ্ন।
সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান ও মোসাঃ নিকহাত আরা আগে থেকেই নির্দেশ দিয়েছিলেন- বিদ্যালয়ের প্রাচীর কোনোভাবেই ভাঙা যাবে না। কারণ এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবন ও সামাজিক নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।
এ ঘটনার পর স্থানীয় সচেতন মহল বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বামনা থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ হারুন অর রশিদ হাওলাদার বলেন, আমি রাতেই দখলের খবর পেয়ে পুলিশের টহল টিম পাঠিয়ে দখলের কাজ বন্ধ করে দেই। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে দখলকৃত দোকান উচ্ছেদ করেছি।


