
নিজস্ব প্রতিবেদক :: জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫২ তম গ্রীষ্ম কালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ দাবা বালিকা বড় গ্রুপে অপরাজিত বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে জান্নাতুল প্রীতি। বরিশাল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দিবা শাখার সি সেকশনের ৯ম শ্রেনীর ছাত্রী। উল্লেখ্য জান্নাতুল প্রীতি উক্ত খেলায় ২০২২ সালে জাতীয় চ্যাম্পিয়ন ২০২৩ সালে রানার্স আপ ২০২৪ সালে রানার্সআপ ২০২৫ সালে চ্যাম্পিয়ন হয়েছে। ইতিপূর্বে জান্নাতুল প্রীতি ২০২৪ সালে বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত অনুর্ধ্ব ১৪ তে জাতীয় চ্যাম্পিয়ন ২০২৫ সালে অনুর্ধ্ব ১৬ তে জাতীয় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। ২০২৪ সালে প্রীতি এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশীপ খেলতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গিয়েছিলো। আগামী ৭-১১-২০২৫ তারিখ কমনওয়েলথ দাবা চ্যম্পিয়নশীপ খেলতে মালয়েশিয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে দাবা খেলায় মহিলা গ্রান্ড মাষ্টার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে প্রীতি। বর্তমানে জাতীয় খেলোয়াড় হয়েছে।


