ঢাকাবৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে সিঁধ কেটে ঘরে ঢুকে মেয়ের পা ধরে টান, বাবাকে ‍কুপিয়ে হ*ত্যা

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ৩০, ২০২৫ ১২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালীতে সিঁধ কেটে ঘরে ঢুকে মেয়ের পা ধরে টান, বাবাকে ‍কুপিয়ে হত্যা

বরিশাল বিভাগের পটুয়াখালীতে সিঁধ কেটে ঘরে ঢুকে পড়া চোরকে ধরে ফেলায় মোশারেফ খাঁন (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের সেহকাঠী গ্রামে এমন ঘটনা ঘটে। নিহত মোশারেফ খাঁন সেহকাঠী গ্রামের মো. হানিফ খাঁনের বড় ছেলে। তিনি পেশায় একজন অটোবাইক চালক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ২টার দিকে মোশারেফের সিঁধ কেটে চোর ঘরে ঢুকে তার মেয়ে মালা আক্তারের পা ধরে টান দেয় দুই অজ্ঞাত ব্যক্তি। টের পেয়ে মালা চিৎকার করলে ঘুম থেকে উঠে তাদের ধরে ফেলেন বাড়ির মালিক মোশারেফ।

চিৎকারে স্থানীয়রা ছুটি আসার আগেই মোশারেফকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় ওই দুই ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।

নিহতের স্ত্রী শাহনাজ বেগম বলেন, রাতে ২ জন অপরিচিত লোক সিঁধ কেটে আমাগো ঘরে উঠে আমার মাইয়ার পা ধরে টান দেয়, আমার স্বামী তাদের ধরে ফেলায় তাকে মেরে ফেলেছে। তাদের উদ্দেশ্য চুরি নাকি অন্য কিছু জানি না। আমরা এ ঘটনার বিচার চাই।

নিহতের মা মোর্শেদা বেগম বলেন, আমার অনেক আদরের বড় পোলা, আজকে তারে কোপাইয়া মাইরা ফালাইছে। বাড়িতে শুধু রক্ত আর রক্ত, আমি আর সহ্য করতে পারছি না!

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও সেখানে পুলিশ অবস্থান করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।