ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

৬ মাসে হাফেজ হলেন ৯ বছরের হাসান

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ৩, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ৬ মাসে হাফেজ হলেন ৯ বছরের হাসান।

শরীয়তপুরের নড়িয়ায় ছয় মাস আট দিনে পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছে ৯ বছরের শিশু মো. হাসান।

সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টায় তাহসিনুল কোরআন কওমি মাদ্রাসায় তার হিফজুল কোরআনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এই সময় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা আবেগঘন পরিবেশে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

মো. হাসান উপজেলার কেদারপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের কৃষক শওকত হাওলাদারের ছেলে।

আরও পড়ুন: ৯ মাসেই হাফেজ ১১ বছরের ইয়াছিন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলেন, ‘হাসান খুব মেধাবী। সে এই মাদ্রাসায় ভর্তি হয়েছে মাত্র এক বছর হলো। এরমধ্যে কায়দা, আমপারা ও নাজেরা শেষ করে ৬ মাসের মাথায় কোরআনের হিফজ সম্পন্ন করেছে। অল্প সময়ের মধ্যে কোরআন মুখস্থ করে এলাকায় ও মাদ্রাসায় তাক লাগিয়ে দিয়েছে সে।’

হাসানের বাবা শওকত হাওলাদার জানান, ছোটবেলা থেকেই তিনি তার ছেলেকে নামাজ ও কোরআনের পথে রাখতে চেয়েছিলেন। আল্লাহর বিশেষ কৃপায় হাসান এত অল্প বয়সে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছে, যা তার জীবনের সবচেয়ে বড় সুখের প্রাপ্তি।

তাহসিনুল কোরআন কওমি মাদ্রাসার মুহতামিম হাফেজ আবদুস সাত্তার বলেন, ‘একজন শিক্ষার্থীকে হাফেজ হতে অন্তত তিন বছর সময় লাগে। তবে হাসান অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছাত্র। তার নিয়মিত অধ্যবসায়, সময়ানুবর্তিতা এবং কোরআনের প্রতি গভীর ভালোবাসার জন্যই সে এত দ্রুত হিফজ সম্পন্ন করতে পেরেছে। এটি আল্লাহর এক বিশেষ নেয়ামত। আমাদের মাদ্রাসায় এমন ঘটনা এই প্রথম। আমি হাসানের জন্য দোয়া করি আল্লাহ যেন ওকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলেন।’