ঢাকারবিবার , ১০ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন নাগরিক এস আবদুল্লাহ’র সন্ধানে ইসি, চূড়ান্ত সিদ্ধান্ত মঙ্গলবার

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ১০, ২০২৩ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক  :: মার্কিন নাগরিক এস আবদুল্লাহ’র সন্ধানে ইসি, চূড়ান্ত সিদ্ধান্ত মঙ্গলবার

নির্বাচন কমিশনের প্রথমদিনের শুনানিতে রোববার ‘এস আবদুল্লাহ’ নিয়ে জটিলতার সুরাহা হয়নি। বরিশাল-৫ (মহানগর-সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিষয়ে আগামী মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কমিশন।

এ আসনে নৌকার প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের অভিযোগ, সাদিক আবদুল্লাহ যুক্তরাষ্ট্রের নাগরিক এবং সেখানে স্ত্রীর নামে বাড়ি থাকলেও হলফনামায় তা গোপন করেছেন। এ কারণে তাঁর প্রার্থিতা বাতিলের আবেদন জানান তিনি।নৌকা প্রার্থীর আইনজীবী শুনানিতে ‘৪১০৯০৪০০৭, এস আবদুল্লাহ, ৮৯-৬৮, ২১৫ প্লেস, কুইন্স ভিলেজ, নিউ- ১১৪২৭’ ঠিকানাকে সাদিক আবদুল্লাহর আমেরিকার নাগরিকত্বের কার্ডের তথ্য বলে দাবি করেন। তবে সাদিক আবদুল্লাহর পক্ষ থেকে জানানো হয়, ‘এস আবদুল্লাহ’ হলেন সাদিকের প্রয়াত মা সাহান আরা আবদুল্লাহ, যা সংক্ষেপে এস আবদুল্লাহ।

সূত্র জানায়, উভয় পক্ষের আইনজীবীর যুক্তিতর্কে সিদ্ধান্তে আসতে পারেনি ইসি। পরে তারা যুক্তরাষ্ট্রের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ‘এস আবদুল্লাহ’কে শনাক্তের পর মঙ্গলবার সিদ্ধান্ত দেবে বলে জানায়।

জাহিদ ফারুকের আইনজীবী আফজালুল করিম বলেন, ইসির আপিল ট্রাইব্যুনালে রোববার বিকেলে সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে আনা অভিযোগের শুনানি হয়। কিন্তু শুনানিতে সাদিকের আইনজীবী আবারও মিথ্যা তথ্য দিয়ে দাবি করেছেন, আমেরিকার ভোটার এস আবদুল্লাহ হচ্ছেন সাদিকের প্রয়াত মা সাহান আরা আবদুল্লাহ।

জাহিদ ফারুকের এ বক্তব্যের পাল্টা চ্যালেঞ্জ এবং অভিযোগের সব প্রমাণপত্র অ্যাফিডেভিট আকারে উপস্থাপন করেন সাদিকের আইনজীবী। ইসি তথ্যগুলো যাচাইয়ে আমেরিকান দূতাবাসের কাছে সহায়তা চাইবে জানিয়ে আপিলের রায় স্থগিত রাখে।

এদিকে সাদিকের বাবা জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর জন্মদিন উপলক্ষে আজ বাদ আসর কালিবাড়ি সড়কের বাড়িতে দোয়া অনুষ্ঠান হয়। সেখানে সাদিকের অনুসারী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর নেতাকর্মীর উদ্দেশে বলেন, ‘আমরা দোয়া করব সাদিক আবদুল্লাহর জন্য। যে আশা নিয়ে তিনি আছেন, তা যেন পূরণ হয়।’

যদিও সন্ধ্যার পর ইসির আদেশ স্থগিতের খবরে সাদিকপন্থিদের মধ্যে হতাশা নেমে আসে। তবে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসাইন বলেন, ‘ভয়ের কিছু নেই, সুখবর আসবেই।’

এদিকে সাদিকের বিরোধী বলয় শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর আমিন উদ্দিন মোহন বলেন, ‘সাদিক নিজের ভুলে আইনের বেড়াজালে আটকা পড়েছেন।’