ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি পদ ফিরে পেয়ে শত শত নেতাকর্মীর সঙ্গে ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ২৪, ২০২৫ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: দীর্ঘ নয় মাস পর বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি পদে পুনর্বহাল হয়ে শতশত নেতাকর্মীর ভালোবাসা ও উচ্ছ্বাসকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে সড়কপথে বরিশালে ফেরেন ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু। স্থগিতাদেশ প্রত্যাহারের পর সোমবার (২৪ নভেম্বর) সকালে তিনি বরিশালের উদ্দেশে রওনা হলে ঢাকা–বরিশাল মহাসড়কের গৌরনদী, বাবুগঞ্জ, উজিরপুরসহ বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের ঢল নামে। ফুলেল শুভেচ্ছা, ব্যানার–ফেস্টুন আর উচ্ছ্বাসে মহাসড়কজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

নেতাকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন কর্মীসমর্থকরা। মাহফুজুল আলম মিঠুর ফিরে আসাকে ঘিরে বরিশাল জেলা ছাত্রদলের মধ্যে নতুন উচ্ছ্বাস, উদ্দীপনা ও স্বস্তির সঞ্চার হয়েছে।

জানা যায়, চলতি বছরের ৮ এপ্রিল বরিশালে বালুমহলের দরপত্রকে কেন্দ্র করে এক সেনা সদস্যকে মারধর ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে ইঞ্জিনিয়ার মিঠুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে। পরবর্তীতে একটি এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে তাকে ছয় মাসের জন্য সাময়িক বহিষ্কার করা হয়। তবে তদন্ত কমিটি তদন্ত শেষে অভিযোগটিকে অসত্য ও ভিত্তিহীন প্রমাণ করে।

এরপর গত ২২ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠুর স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়।

বরিশাল জেলা ছাত্রদলের নেতাকর্মীরা জানান, দীর্ঘ ৯ মাস পর আমাদের সভাপতি ফিরে আসায় আমরা নতুনভাবে আশা খুঁজে পেয়েছি। মনে হচ্ছে আবার সংগঠন প্রাণ ফিরে পেল।

নিজ দায়িত্বে ফেরত আসা প্রসঙ্গে ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু বলেন, দল আমাকে যে সম্মান ও বিশ্বাস পুনরায় দিয়েছে, তা আমি দায়িত্ব ও সততার সঙ্গে রক্ষা করবো। বরিশাল জেলা ছাত্রদলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও আন্দোলনমুখী করতে আমি নেতাকর্মীদের নিয়ে একসঙ্গে কাজ করতে চাই। যারা আমাকে ভালোবেসে স্বাগত জানিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

এ সময় বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহবুজুল ইঞ্জিনিয়ার মাহফুজুর আলম মিঠু এর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরিফুল ইসলাম আকাশ, রাজিব সিকদার, জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম নাঈম, মেহেদী মিজা, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, বাবুগঞ্জ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমূখ।

নেতাকর্মীরা আশা করছেন—তার নেতৃত্বে বরিশাল জেলা ছাত্রদল পুনরায় সাংগঠনিকভাবে শক্ত অবস্থানে ফিরে আসবে এবং সামনে রাজনৈতিক অঙ্গনে আরও সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম হবে।