ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রশিবিরের অর্ধশতাধিক নেতাকর্মীর ছাত্রদলে যোগদান

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ২৪, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: খাগড়াছড়ি জেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি মো. রুবেলের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী ছাত্রদলে যোগ দিয়েছেন। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও দলের মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন তারা।

এ সময় খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান ও সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশ উপস্থিত ছিলেন।

 

ছাত্রদলে যোগদানকারী ছাত্রশিবিরের সাবেক নেতা মো. রুবেল বলেন, জামায়াত-শিবিরের কিছু বিষয়ে প্রশ্ন তৈরি হওয়ায় সংগঠন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। জীবনের অনেক সময় ভুল পথে ব্যয় করেছি। এখন ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে চাই এবং সবাইকে বিএনপির পক্ষে কাজ করারও আহ্বান জানাই।

ছাত্রদলে যোগ দেওয়া মো. রুবেলের সঙ্গে ছাত্র শিবিরের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই জানিয়ে খাগড়াছড়ি জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুস সাত্তার বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে গেল বছরের নভেম্বরে মো. রুবেলকে ছাত্রশিবির থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল। এখন তিনি কোথায় যোগ দেবেন বা না দেবেন সেটি একান্ত তার নিজস্ব ব্যাপার।

Ad

ছাত্রদলে নবাগতদের স্বাগত জানিয়ে ওয়াদুদ ভূঁইয়া বলেন, এর মধ্য দিয়ে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের শুভ বুদ্ধি উদয় হয়েছে। ছাত্রদল দেশের সবচেয়ে সংগঠিত, নীতি-আদর্শে অটল এবং শিক্ষার্থীবান্ধব সংগঠন। সত্য এবং গণতন্ত্রে বিশ্বাসী যারা, তারা আজ ছাত্রদলের পতাকাতলে জড়ো হচ্ছেন।

তিনি আরও বলেন, খাগড়াছড়িতে ছাত্রশিবিরের নেতাকর্মীদের ছাত্রদলে যোগদান নতুন বার্তা বহন করবে। দেরিতে হলেও তারা সঠিক জায়গায় এবং সঠিক ঠিকানায় এসেছে। নবাগতরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মে পর্যন্ত খাগড়াছড়ি জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ছিলেন মো. রুবেল। এর আগে গত ২২ নভেম্বর রাতে জেলার গুইমারা উপজেলায় জামায়াত ও ছাত্রশিবিরের ১৯ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।