ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরগুনা এসে ডাকাতির চেষ্টা, পিকআপসহ গ্রেফতার ১

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ২৪, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরগুনার আমতলিতে এক ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

 

সোমবার (২৪ নভেম্বর) সকালে আমতলী উপজেলার আঠারোগাছিয়া গ্রামের হাজার টাকার বাঁধ নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

 

গ্রেফতার ডাকাত সদস্যের নাম আমিরুল ইসলাম (৪০)। তিনি পাবনা জেলার চাটমোহর উপজেলার ফোরকান শেখের ছেলে।

 

 

পুলিশ জানায়, সোমবার ভোররাতে আমতলী উপজেলার ঘটখালী নামক এলাকায় মঞ্জু কাজীর ব্যবসা-প্রতিষ্ঠানে হানা দেয় ডাকাত দল। এ সময় মঞ্জু কাজীর ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাত সদস্যরা বিভিন্ন দিকে পালিয়ে যায়। পরে গ্রামবাসীর কাছে খবর পেয়ে আঠারোগাছিয়া গ্রামের হাজার টাকার বাঁধ নামক এলাকা থেকে আমিরুল ইসলামে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ডাকাত সদস্যদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে। এছাড়া একই ঘটনায় পটুয়াখালীর মহিপুর থানাও এক ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতার ডাকাত সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে পুলিশ।

 

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘ডাকাত সদস্যদের গ্রেফতারের ক্ষেত্রে এলাকাবাসী আন্তরিকভাবে সহযোগিতা করেছে। আমাদের তথ্যের ভিত্তিতেই একই দলের আরেক সদস্যকে মহিপুর থানা পুলিশ গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’