
নিজস্ব প্রতিবেদক :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ঢাকার উদ্দেশে লন্ডন থেকে রওয়ানা হবেন। বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার প্রস্তুতি চলছে
বিবিসি বাংলার একাধিক সূত্র জানিয়েছে, বাংলাদেশে পৌঁছানোর পর জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে লন্ডন নিয়ে যাবেন। এ প্রসঙ্গে কাতারও জানিয়েছে, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য তারা এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাতে প্রস্তুত।
এর আগে শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি বুধবার বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থায় গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি এবং চিকিৎসকরা তাকে স্থিতিশীল মনে করছেন।
ওই সময়ে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় পৌঁছে চিকিৎসা দলের সঙ্গে যোগ দিয়েছেন। খালেদা জিয়া ২৩ নভেম্বর ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি কিডনি ও হৃদরোগের জটিলতা ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
চিকিৎসার জন্য দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে, যার নেতৃত্বে আছেন অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার। বুধবার যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দলের সদস্যরাও এই বোর্ডে যোগ দিয়েছেন।


