ঢাকাসোমবার , ১১ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

শৈত্যপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ১১, ২০২৩ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: শৈত্যপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

জেঁকে বসতে শুরু করেছে শীত। সারা দেশেই কুয়াশা-ঠান্ডা বাতাস বাড়লেও শীত বেশি টের পাওয়া যাচ্ছে উত্তরাঞ্চলের জেলাগুলোতে। কুয়াশার কারণে অনেক বেলা গড়ানোর পর দেখা মিলছে সূর্যের। তবে ডিসেম্বর থেকেই শৈত্যপ্রবাহ নামার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।এ দিন রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর চলতি মাসের গড় স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসেলিয়াস।

শৈত্যপ্রবাহের সম্ভাবনা নিয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলে, দেশের কোনো কোনো অঞ্চলে শীত জেঁকে বসেছে। যদিও ডিসেম্বরের শেষ দিকে শৈত্যপ্রবাহ নামার সম্ভাবনা রয়েছে। তবে চলতি সপ্তাহের শেষ দিকে দেশের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে শৈত্যপ্রবাহ নামতে পারে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে, মঙ্গলবার থেকে রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। বুধবার রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।