
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলা শাখার অন্তর্গত বাবুগঞ্জ উপজেলার উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শীতবস্ত্র পেয়ে আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করেন।
বুধবার সকালে বাবুগঞ্জ উপজেলার একটি স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক জেলা সেক্রেটারি ও বাবুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম। তিনি বলেন, “সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ছাত্রশিবির শুরু থেকেই মানবিক কাজে অগ্রণী ভূমিকা রেখে আসছে।”
বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবির বরিশাল জেলা শাখার প্রচার সম্পাদক মোঃ শাহাদাত হোসেন। তিনি বলেন, শীতবস্ত্র বিতরণ কর্মসূচি জেলার বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে চালু থাকবে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ সৌরভ সরদার, সেক্রেটারি মোঃ গোলাম রাব্বি,
বাবুগঞ্জ উত্তর থানা শাখার সেক্রেটারি মোঃ তাজিম,
এবং সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ও নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, চলমান শীতপ্রবাহে যেন কোনো শিক্ষার্থী অসুবিধায় না পড়ে, সে লক্ষ্যে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


