ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ফারদিন ইয়ামিনের সঙ্গে বাবুগঞ্জের সাংবাদিকদের মতবিনিময়

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ১৬, ২০২৫ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, ইতালি প্রবাসী অধিকার পরিষদের সভাপতি ও বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি এইচ এম ফারদিন ইয়ামিনের সঙ্গে বাবুগঞ্জে কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬  ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায়
বাবুগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এইচ এম ফারদিন ইয়ামিন।
মতবিনিময় সভায় এইচ এম ফারদিন ইয়ামিন বলেন, গণঅধিকার পরিষদ সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যেই রাজনীতি করছে। তিনি বলেন, বরিশাল-৩ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অঙ্গীকার করেন তিনি।
এ সময় তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা কামনা করেন।
এইচ এম ফারদিন ইয়ামিন আরও বলেন, বাবুগঞ্জ–মুলাদী সংসদীয় আসনটি নদীবেষ্টিত হওয়ায় এ অঞ্চলের মানুষ প্রায়ই নদীভাঙনে নিঃস্ব হয়ে পড়ছে। সন্ধ্যা, সুগন্ধা, আড়িয়ালখাঁ ও জয়ন্তী নদীর তীব্র ভাঙনে এ সংসদীয় আসনের সাধারণ মানুষ দিশেহারা অবস্থায় রয়েছে।
তিনি বলেন, সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে নদীশাসনের মাধ্যমে ভাঙন প্রতিরোধে যথাযথ ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর জন্য পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতবিনিময় সভায় বাবুগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— গণঅধিকার পরিষদের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল, বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সভাপতি এইচ এম শামীম, জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ দুলাল, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রানা আহমেদ, মাসুম হাওলাদার, বরিশাল জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আশিক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল আমিন হাওলাদার, শ্রম বিষয়ক সম্পাদক মো. আবু সায়েম, যুব অধিকার পরিষদের নেতা মো. জাহিদুল ইসলাম রিয়াদ, মো. শহিদুল ইসলাম আকাশ, মো. নয়ন ফকির, ছাত্র অধিকার পরিষদ বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. নয়ন ফকির, সাধারণ সম্পাদক কে. এম. আলামিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।