ঢাকাবুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল নগরীতে সক্রিয় হয়ে উঠছে আ.লীগ-ছাত্রলীগ, প্রশাসন নিরব

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ১৭, ২০২৫ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

শহীদুল্লাহ সুমন :: বরিশালে একের পর এক কর্মসূচি পালন করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসব কর্মসূচি পালনের মাধ্যমে নিজেদের সক্রিয়তার জানান দিচ্ছে দলটি। বরিশাল মেট্রোপলিটন পুলিশ নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচি পালনের বিরুদ্ধে কঠোর অবস্থান ও প্রতিনিয়ত গ্রেপ্তার করলেও নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে গোপনে।

জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সম্প্রতি নানা কৌশল অবলম্বন করে রাতের আঁধারে কর্মসূচি পালন করছে। মহান বিজয় দিবস উপলক্ষে গভীর বরিশাল নগরীর বেলস পার্কের শহীদ বেদিতে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ছবি লাগানোর একটি ভিডিও পোষ্ট করেন বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খান। সেখানে ক্যাপশন লেখা ছিল-

‌‘১৬ ডিসেম্বর ২০২৫’

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের কর্মীবৃন্দ…
এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তোমরা যারা নিজ হাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরি করে শ্রদ্ধা নিবেদনের সাহসীকতা দেখিয়েছো, তাদের প্রতি বরিশালের আওয়ামী লীগের সকল নেতা কর্মী কৃতজ্ঞ।

ভিডিওতে দেখা যায়- কয়েকজন যুবক মুখে মাস্ক পড়ে নগরীর গোডাউন এলাকার শহীদ বেদিতে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ছবি লাগিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে। পাশে এক যুবক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাজিব হোসেন খানের ছবি সম্বলিত একটি ব্যানার হাতে দাড়িয়ে আছে। ব্যানারে লেখা ছিল- বাংলাদেশ হয়েছে জোট নৌকা ছাড়া হবে না ভোট।

রাজিব হোসেন খানের আরেকটি পোষ্টে দেখা যায়- বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ছবির সামনে মুখে মাস্ক পড়া কয়েক নারী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। ফুলের উপরে লেখা- ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, মহানগর মহিলা আওয়ামী লীগ, বরিশাল।

আর ক্যাপশনে লেখা ছিল- ‘১৬ ডিসেম্বর ২০২৫’
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল মহানগর মহিলা আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ।

অন্যদিকে রাজিব হোসেন খানের অনুসারী রহমান অনিকের পোষ্ট করা একটি ভিডিওতে দেখা যায়- রহমান অনিক নিজেই মুখে মাস্ক পড়ে কম্বল বিতরণ করেছেন। এ সময় তিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক সিটি মেয়র সাদিক আবদুল্লাহর জন্য দোয়া চাইছেন।

ক্যাপশনে লেখা ছিল- ১৬ ডিসেম্বর ২০২৫ মহান বিজয় দিবস উপলক্ষে সাধারণ মানুষের মাঝে বরিশাল মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ।

এরআগে গাছ ফেলে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মশাল মিছিলসহ একাধিক কার্যক্রম চালিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ‘আইনের দৃষ্টিতে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সম্পূর্ণ অপরাধ হিসেবে গণ্য হয়। তাই কেউ যদি এমন কর্মকাণ্ডে অংশ নেয়, ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্যের মাধ্যমে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা উচিত।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অনেক নেতাকর্মীরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সকলের চোখ ফাঁকি দিয়ে এসব কর্মসূচি পালন করা হচ্ছে। ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। খুব শিগগিরই সংশ্লিষ্টদের গ্রেপ্তার করতে আমাদের একাধিক টিম কাজ করছে।’