
নিউজ ডেস্ক :: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে সোহেল রানা (২৭) নামে এক কারারক্ষীকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী হিবেসে চাকরি করেন।
গাজীপুর কোনাবাড়ী থানার এসআই আবুল কাশেম জানান, এক কেজি গাঁজাসহ কারারক্ষী সোহেল রানা কারাগারে প্রবেশ করার সময় অন্য কারারক্ষী তাকে আটক করে। এসময় তার ব্যারাকে তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে কারা কর্তৃপক্ষ থানায় খবর দেয়।
রাত ১১ টার দিকে কারাগার থেকে সোহেল রানাকে গ্রেপ্তার পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, গাঁজাসহ আটক সোহেল রানাকে সাসপেন্ড করা হয়েছে। কারা বিধি আইন অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।