ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুর-২ আসনে ভাইয়ের বিরুদ্ধে ভাই লড়ছেন : মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামাতের প্রার্থীর মধ্যে

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ৩, ২০২৬ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
কাউখালী প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) নিয়ে গঠিত পিরোজপুর-২ আসনে এবার ভাইয়ের বিরুদ্ধে ভাই লড়ছেন। জাতীয় পার্টি (জেপি) নিয়ে লড়ছেন ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর চাচাতো ভাই মোঃ মাহিবুল হোসেন এবং তার আপন ভাই ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি, বিএনপি নেতা দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন মাহমুদ হোসেন। মার্কা না পেলেও তিনি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও এ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী হিসেবে রয়েছেন জামায়াত ইসলামের সাবেক কেন্দ্রীয় নেতা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব দেলোয়ার হোসেন সাইদীর ছেলে শামীম সাইদী, জাতীয়তাবাদী দল বিএনপি মনোনয়ন পেয়েছেন সাবেক মন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুর ছেলে আহম্মদ সোহেল মনজুর। এছাড়াও এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনয়ন দাখিল করেছেন মোঃ আবুল কালাম আজাদ, আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনয়ন দাখিল করেছেন ফয়সাল খান, স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান। এ নিয়ে আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এ আসনে হেভিওয়েট প্রার্থী রয়েছেন বিএনপির আহম্মদ সোহেল মনজুর এবং জামায়াতের প্রার্থী শামীম সাঈদীর সাথে মূল প্রতিদ্বন্ধিতা হবে বলে এলাকাবাসী অনেকেই জানান।