ঢাকারবিবার , ৪ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ভয়াবহ আগুনে পুড়ে ছাই মাদ্রাসা, অক্ষত রইল পবিত্র কুরআন শরীফের পাতা ও শিক্ষার্থীরা

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ৪, ২০২৬ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ভয়াবহ আগুনে পুড়ে ছাই মাদ্রাসা, অক্ষত রইল পবিত্র কুরআন শরীফের পাতা ও শিক্ষার্থীরা।

 

নগরীর উপকণ্ঠ সফিমিয়ার গ্যারেজ এলাকায় অগ্নিকাণ্ডে একটি মাদ্রাসা সম্পূর্ণভাবে পুড়ে গেছে। শনিবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা সামসুল হুদা রিপন জানান, সফিমিয়ার গ্যারেজ এলাকার মজনু মেম্বারের মালিকানাধীন একটি আধা-পাকা টিনশেড ভবন ভাড়া নিয়ে ‘মদিনাতুল উলুম নুরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং’ পরিচালিত হয়ে আসছিল। মাদ্রাসাটিতে প্রায় ৫০ জন আবাসিক শিক্ষার্থী অধ্যয়নরত ছিল।

তিনি আরও জানান, ঘটনার সময় শিক্ষার্থীরা আছরের নামাজ আদায়ের জন্য মসজিদে অবস্থান করছিল। এ সুযোগে হঠাৎ করে ভবনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে পুরো ভবনটি পুড়ে যায়। তবে শিক্ষার্থীরা বাইরে থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

বরিশাল সদর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে বলে তিনি জানান।