ঢাকাশনিবার , ১০ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

পথশিশুদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন বরিশাল সমাজসেবা সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১০, ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: পথশিশুদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন বরিশাল সমাজসেবা সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ।

বরিশাল সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ–এর শুভ জন্মদিন মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। জন্মদিন উপলক্ষে তিনি পথশিশুদের সঙ্গে কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন এবং তাদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

শুক্রবার বিকেলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরিশাল–এর সহযোগিতায় পথশিশুদের মাঝে খাতা, কলম, স্কেল ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়। একইসঙ্গে শীতার্ত মানুষের মাঝে ‘৮৪ ইভেন্ট গ্রুপ’–এর সহযোগিতায় কম্বল বিতরণ করেন তিনি।
এর আগে বরিশাল সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ শ্রেষ্ঠ সহকারী পরিচালক হিসেবে নির্বাচিত হন। জাতীয় সমাজসেবা দিবস–২০২৬ উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়। মানবিকতা, দক্ষতা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য, সাজ্জাদ পারভেজ এর আগেও জাতীয় পর্যায়ে একাধিকবার প্রশংসিত হয়েছেন। তিনি ২০২০ সালে শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন এবং জাতীয় পর্যায়ে তিনবার শ্রেষ্ঠ প্রবেশন অফিসার হিসেবে নির্বাচিত হন। এছাড়া ২০১৭ সালে জেলা প্রশাসক পদক লাভ করেন তিনি।

মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন এই সমাজসেবক। ‘৮৪ ইভেন্ট গ্রুপ’–এর আহ্বায়ক হিসেবে গত দুই বছরে তিনি হতদরিদ্র ও অসহায় মানুষের পুনর্বাসনে ২৬ লক্ষ টাকার সহায়তা বিতরণ করেছেন।
সামাজিক দায়বদ্ধতা ও মানবিক চেতনায় উজ্জ্বল এই কর্মকর্তা জন্মদিনকেও রূপ দিয়েছেন ভালোবাসা ও সেবার এক অনন্য উপলক্ষে—যা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।