
আসন্ন জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিল করা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বিএনপি নেতা আঃ সত্তার খান।
নির্বাচন কমিশনে করা আপিলও তিনি প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, দেশ ও মানুষের সেবার লক্ষ্য নিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশের প্রতি পূর্ণ আস্থা ও শ্রদ্ধা জানিয়ে তিনি নির্বাচন কমিশন থেকে
তার আবেদন প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত একজন নিবেদিত কর্মী হিসেবে দলের ঐক্য ও শৃঙ্খলা তার কাছে সর্বাগ্রে গুরুত্বপূর্ণ। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ব্যক্তিস্বার্থের চেয়ে দলীয় সংহতি অনেক বেশি প্রয়োজনীয় বলেও তিনি মন্তব্য করেন।
বিবৃতিতে তিনি জানান, একজন সুশৃঙ্খল দলীয় কর্মী হিসেবে তিনি সবসময় তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন।
নিজের এই সিদ্ধান্তের পক্ষে এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থন ও ভালোবাসা কামনা করে তিনি বলেন,
ইনশাআল্লাহ, আগামী দিনে সবাই মিলে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে একযোগে কাজ করে যাওয়া হবে।


