
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে স্ত্রীকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক”
বরিশাল বিভাগের ভোলার লালমোহন উপজেলায় পারিবারিক কলহের জেরে মোসা. রুনা বেগম (২০) নামে এক গৃহবধূকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামী মো. জিহাদকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে র্যাব-পুলিশের যৌথ অভিযানে জিহাদকে আটক করা হয়।
এর আগে গতকাল বুধবার সন্ধ্যার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গণেশপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রুনা বেগম ওই এলাকার মো. হাফিজুর রহমানের মেয়ে। আটক জিহাদ একই ইউনিয়নের পাঙাশিয়া এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে।
আরও দেখুন
মিডিয়া সংবাদ
জরুরি অবস্থার সরঞ্জাম
আইনি পরামর্শ সেবা
বরিশাল বিভাগ সংবাদ
ইসলাম বিষয়ক
মাদকাসক্তি নিরাময় কেন্দ্র
বিনোদন সংবাদ
ধর্মীয় বই
সংবাদ সংগ্রহের সরঞ্জাম
ক্রাইম নিউজ
রুনা ও জিহাদ সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন। প্রায় সাত মাস আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। বিষয়টি একাধিকবার পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হয়।
গতকাল দুপুরে রুনার মা শালিসের উদ্দেশে জিহাদের বাড়িতে যান। সে সময় রুনা বাবার বাড়িতে অবস্থান করছিলেন এবং জিহাদ ছিলেন তার নিজ বাড়িতে। শালিস শেষে জিহাদ রুনার বাবার বাড়িতে যান। তখন রুনার মা জিহাদের বাড়িতে ছিলেন এবং তার বাবা ঘরের বাইরে ছিলেন।
নিহত রুনার চাচি নূর জাহান বেগম জানান, সন্ধ্যার দিকে রুনার ঘর থেকে শব্দ পেয়ে তিনি সেখানে যান। ঘরে ঢুকে বিছানায় রুনাকে পড়ে থাকতে দেখেন। তার শরীর কম্বল দিয়ে ঢাকা ছিল এবং বুকের ওপর একটি বালিশ রাখা ছিল। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে কম্বল সরিয়ে দেখেন, রুনার গলায় নখের আঁচড়ের দাগ রয়েছে এবং বিছানা ভেজা। এ ছাড়া তার মুখে লালা ও রক্ত ছিল। পরে স্থানীয় এক পল্লী চিকিৎসক এসে রুনাকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী জিহাদ পলাতক থাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
ওসি আরও জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিহাদ তার স্ত্রী রুনা বেগমকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


