ঢাকারবিবার , ১৭ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

২৬৩ আসনেই থাকছে আ.লীগের প্রার্থী

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ১৭, ২০২৩ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: জাতীয় পার্টি (জাপা) ও শরিকদের ছাড়া দেওয়ার পর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ২৬৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ, এবারের নির্বাচনে ৩৭টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী থাকছে না। তবে প্রায় সকল আসনেই আওয়ামী লীগ নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।

এদিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের ৬ প্রার্থীও নৌকা প্রতীকে ভোট করবেন। সব মিলিয়ে দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৬৯টি আসনেই থাকছে নৌকা প্রতীক।

 

অন্যদিকে জাতীয় পার্টিকে ছাড় দেওয়ায় ২৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। বাকি ৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রার্থিতা নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বাতিল হয়েছে।

২০১৮ সালের নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন ২৫৮ জন। এবার জোটের শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির পর সেই সংখ্যা আরও ৫ জন বাড়ল।

 

রোববার বিকেলে ইসিতে আসন ছাড়ের চিঠি হস্তান্তরের পর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, জাপাকে ২৬টি এবং ১৪ দলের শরিকদের ৬টি আসন ছেড়ে দিয়ে তারা ২৬৩ আসনে ভোট করবেন। তবে ছেড়ে দেওয়া ৬টি আসনে ১৪ দলের শরিকরাও নৌকা প্রতীকে ভোট করবেন। ফলে নৌকা প্রতীক নিয়ে ভোটে থাকছেন মোট ২৬৯ জন।

অন্যদিকে জাতীয় পার্টি যে ২৬টি আসনে ছাড় পেয়েছে, সেখানে তারা দলীয় প্রতীক লাঙ্গল নিয়েই ভোট করবেন বলে জানা গেছে।

গত ২৬ নভেম্বর ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৮ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে আওয়ামী লীগ। ফাঁকা রাখা হয় নারায়ণগঞ্জ-৫ ও কুষ্টিয়া-২ আসন। আজ ওই দুই আসন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সেলিম ওসমান এবং ১৪ দলের শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ছেড়ে দেওয়া হয়।

২৯৮ জনের মধ্যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে ৪ জনের প্রার্থিতা বাতিল হয়। পরে ইসিতে করা আপিলে ২ জন প্রার্থিতা ফেরত পান। পাশাপাশি আপিলে নতুন করে আরও ৩ জনের প্রার্থিতা বাতিল হয়। সব মিলিয়ে আওয়ামী লীগ মনোনীত ৫ জনের প্রার্থিতা বাতিল হয়।

তারা হলেন– যশোর-৪ আসনের এনামুল হক বাবুল, বরিশাল-৪ আসনের শাম্মী আহমেদ, ফরিদপুর-৩ আসনের শামীম হক, ময়মনসিংহ-৯ আসনের আব্দুস সালাম ও কক্সবাজার-১ আসনের মো. সালাহ উদ্দীন আহমেদ। এই ৫ আসনে বর্তমানে আওয়ামী লীগের কোনও প্রার্থী নেই।

তবে ইসির সিদ্ধান্তে প্রার্থিতা হারানো কয়েকজন উচ্চ আদালতে আপিল করেছেন। আপিলে কেউ প্রার্থিতা ফিরে পেলে তারা নির্বাচনের মাঠে যুক্ত হবেন।