
নিউজ ডেস্ক :: রংপুরের পীরগাছায় ৫০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সারা দিন ভ্রাম্যমাণ পিকআপে করে এ দামে পেঁয়াজ বিক্রি করেছেন টিসিবির ডিলার মো. রুবেল মিয়া। ফলে বর্তমান বাজার মূল্যের চেয়ে অর্ধেকেরও কম দামে পেঁয়াজ কিনতে পেরে খুশি সাধারণ মানুষ।
সরেজমিনে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে পীরগাছা বাজারের শাপলা চত্বর এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপের চারপাশে পেঁয়াজ কেনার জন্য ভিড় করছেন সাধারণ মানুষ।
এ সময় পেঁয়াজ কিনতে আসা ভ্যানচালক মোকছেদ আলী জানান, বাজারে পেঁয়াজের কেজি ১০০ থেকে ১৩০ টাকা। এখানে কম দামে পেঁয়াজ কিনতে পেরে আমি খুব খুশি।
আরেক ক্রেতা দিনমজুর তাজরুল ইসলাম বলেন, বাজারে পেঁয়াজের দাম বেশি হওয়ায় আমি পেঁয়াজ কেনা প্রায় ছেড়েই দিয়েছিলাম। এখানে পেঁয়াজের দাম একটু সস্তা হওয়ায় ১ কেজি পেঁয়াজ কিনেছি।
টিসিবির ডিলার মো. রুবেল মিয়া জানান, সারা দিন আমি ২১০০ কেজি পেঁয়াজ বিক্রি করেছি। কম দামে মানুষের কাছে পেঁয়াজ বিক্রি করতে পেরে আমিও খুশি।