ঢাকাবুধবার , ২৫ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

লিফটের ফাঁক দিয়ে পড়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ২৫, ২০২৩ ১১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: নির্মাণাধীন ভবনের কাজ দেখতে গিয়ে লিফটের ফাঁক দিয়ে নিচে পড়ে শেখ বরকত হোসেন (৪৯) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজধানীর নাবিস্কো এলাকায়।

 

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে ঘটনাটি ঘটে। শেখ বরকত হোসেন ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অর্থ সম্পাদক ছিলেন।

রাত ৮টার দিকে লিফটের ফাঁক দিয়ে নিচে পড়ে যান শেখ বরকত। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাজহারুল ইসলাম।

তিনি বলেন, গতকাল নির্মাণাধীন একটি ভবনে কাজ করতে যান বরকত হোসেন। সেখানে অসাবধানতাবশত ছয়তলা ভবনের লিফটের ফাঁক দিয়ে নিচে পড়ে যান তিনি।