ঢাকাসোমবার , ১ জানুয়ারি ২০২৪

বরিশাল-২ আসন : বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি   ও স্বতন্ত্র প্রার্থীর  হাড্ডাহাড্ডি লড়াই

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১, ২০২৪ ১০:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক  ::  বরিশাল-২ আসন : বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি   ও স্বতন্ত্র প্রার্থীর  হাড্ডাহাড্ডি লড়াই।

 

আসন ভাগাভাগিতে ১৪ দলের হয়ে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এ আসনে মেননকে নৌকা প্রতীক নিয়ে লড়তে হচ্ছে আওয়ামী লীগের দুই বিদ্রোহী এ কে ফাইয়াজুল হক রাজু ও সাবেক এমপি মো. মনিরুল ইসলাম এবং কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী শিল্পী নকুল কুমার বিশ্বাসের সঙ্গে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে ১৪ দলের মনোনয়ন পান ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। মেনন ১৪ দলের মনোনয়ন পাওয়ায় আওয়ামী লীগ প্রার্থী তালুকদার মো. ইউনুসকে প্রত্যাহার করা হয়।

তবে প্রতিদ্বন্দ্বিতায় থেকে যান আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) এ কে ফাইয়াজুল হক রাজু এবং সাবেক এমপি মো. মনিরুল ইসলাম। শক্ত প্রতিদ্বন্দ্বিতার জন্য মাঠ চষে বেড়াচ্ছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী শিল্পী নকুল কুমার বিশ্বাস। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন গতকাল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। নির্বাচনে থাকা অন্য দুই প্রার্থী তৃণমূল বিএনপির মো. শাহজাহান সিরাজ ও ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) সাহেব আলীর কোনো প্রচার-প্রচারণা নেই।
ফলে ১৪ দলের মেননকে লড়তে হচ্ছে আওয়ামী লীগের দুই বিদ্রোহী এ কে ফাইয়াজুল হক রাজু ও সাবেক এমপি মো. মনিরুল ইসলাম এবং কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী শিল্পী নকুল কুমার বিশ্বাসের সঙ্গে।