ঢাকাসোমবার , ১ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে জাতীয়তাবাদী আইনজীবীদের আদালত বর্জন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১, ২০২৪ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: গণতন্ত্র ও আইনের শাসন পূনঃ প্রতিষ্ঠা, বিচারের নামে অবিচার বন্ধের দাবীতে ১ জানুয়ারী থেকে ৭ জানুযারী পর্যন্ত সকল আদালত বর্জন কর্মসূচি উপলক্ষে বরিশাল আইনজীবী সমিতি ও জেলা জজ কমপাউন্ড চত্বরে মানববন্ধনের ন্যায় দাঁড়িয়ে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করে।

আজ সোমবার (১ জানুয়ারী) বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বরিশাল জেলা ইউনিটের আয়োজনে একর্মসূচি পালিত হয়।

বরিশাল জেলা ইউনিট সভাপতি এ্যাড. মহসিন মন্টুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ, এ্যাড. আলী হায়দার বাবুল, এ্যাড. এনায়েত হোসেন বাচ্চু, এ্যাড. আজাদ হোসাইন, এ্যাড. নাজিম উদ্দিন আহমেদ পান্না, এ্যাড. শহিদ হোসেন, এ্যাড, হুমাউন কবীর মাসুদ, এ্যাড. কাজী বসির, এ্যাড. আবুল কালাম আজাদ ইমন, এ্যাড. মোখলেচুর রহমান ও এ্যাড. আনিছুর রহমানসহ বিভিন্ন আইনজীবী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।