ঢাকাসোমবার , ১ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল-৫ আসন : ভোটের প্রচারণায় চরমোনাই দরবার শরিফে জাহিদ ফারুক শামীম

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১, ২০২৪ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::  বরিশাল-৫ আসন : ভোটের প্রচারণায় চরমোনাই দরবার শরিফে জাহিদ ফারুক শামীম।

পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল বিভাগীয় সদর আসনে আওয়ামী লীগ প্রার্থী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম ভোটের প্রচারণায় ঐতিহ্যবাহী চরমোনাই দরবার শরিফে গিয়ে পীর ছাহেব ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহম্মদ রেজাউল করিম ও সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করিম (শায়েখে চরমোনাই) ছাহেবদ্বয়ের সাথে সাক্ষাত করে দোয়া চেয়েছেন।

 

দরবার শরিফে মুফতি সৈয়দ মুহম্মদ রেজাউল পীর ছাহেব চরমোনাই ও তার ছোট ভাই মুফতি সৈয়দ ফয়জুল করিম পানি সম্পদ প্রতিমন্ত্রীকে স্বাগত জানান। তারা সকলে কুশল বিনিময় করেন। আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুক বরিশালের উন্নয়নে পীর ছাহেবসহ দরবার শরিফে উপস্থিত সবার দোয়া ও সমর্থন কামনা করেন। এসময় বরিশাল সদর উপজেলার ভাইস চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণও উপস্থিত ছিলেন।