ঢাকারবিবার , ৭ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল-৫ আসন: নির্বাচন স্থগিত করে পুনরায় ভোটগ্রহণের দাবি স্বতন্ত্র প্রার্থীর

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ৭, ২০২৪ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল-৫ আসন: নির্বাচন স্থগিত করে পুনরায় ভোটগ্রহণের দাবি স্বতন্ত্র প্রার্থীর

বরিশাল-৫ (সিটি-সদর) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপন নির্বাচন স্থগিতে করে পুনরায় ভোটগ্রহণের দাবি জানিয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) দুপুর ১টায় সরকারি বরিশাল কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি দাবি জানান।

তিনি বলেন, ভোটের পরিস্থিতি কেন্দ্র দেখেই বোঝা যাচ্ছে একেবারে জনমানব শূন্য। সকালে ভোটগ্রহণ শুরুর পর আমাদের নেতা আরেফিন মোল্লার বাড়িতে হামলা চালনো হয়েছে। বরিশাল সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়কের পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। তার মেয়েকে অপহরণের চেষ্টা করা হয়েছে। অধিকাংশ কেন্দ্রে জাল ভোট দেয়া হচ্ছে, কোথাও সিল মারা হচ্ছে, কেন্দ্র দখল করে নেয়া হচ্ছে। প্রশাসনের সহযোগিতায় নৌকার সমর্থকরা এটা করছে। প্রশাসনের লোক গেলে বন্ধ থাকলেও তারা চলে গেলে আবার শুরু হচ্ছে। বিভিন্ন জায়গায় আমাদের একাধিক কর্মীর ওপর হামলা চালিয়ে আহত করা হয়েছে।

তিনি আরও বলেন, মানুষ সকাল থেকে ভোট কেন্দ্রে আসতেছিলো, কিন্তু হুমকি-ধামকি দিয়ে এমন পরিস্থিতি করা হয়েছে তারা এখন বিমুখ হয়ে গেছে। ফলে জনমানবহীন ভোটকেন্দ্রগুলো হয়ে গেছে। আমি নির্বাচন কমিশন, সরকারনসহ সংশ্লিষ্টদের কাছে আহ্বান জানাবো যেন দ্রতসময়ে বরিশাল-৫(সদর) আসনের নির্বাচন স্থগিতে করে পুনরায় ভোটগ্রহণ করা হয়। যাতে সম্পূর্ণ নিরপেক্ষভাবে ভোটগ্রহণ করা সম্ভব হয়।তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করলে বারবার আশ্বাস দিলেও তার কোনো প্রতিফলন দেখছি না। এই বরিশাল সরকারি কলেজ কেন্দ্রে একজনও ভোটরও নেই। এটাই প্রমাণ করে নির্বাচন কতটা মানুষকে বিমুখ করা হয়েছে। এখানে যারা আছে তারা সম্পূর্ণ একটি দলের সমর্থক নেতাকর্মী, সাধারণ মানুষের কোনো অংশগ্রণ নেই। আমি এই আসনের ভোটগ্রহণ স্থগিতে জোর দাবি জানাচ্ছি।