নিউজ ডেস্ক :: মহাখালীর খাজা টাওয়ারে ১৩ তলায় আগুন
রাজধানীর মহাখালীর আমতলীতে খাজা টাওয়ারের ১৩ তলায় আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। ভবনটিতে বহু মানুষ আটকে আছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর।
ফায়ায় সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, মহাখালীর খাজা টাওয়ারে এখন আমাদের ১১টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ভবনে বহু মানুষ আটকে আছেন। আটকে পড়াদের উদ্ধারে আমরা কাজ করছি।
আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী ফায়ার সার্ভিসের সহায়তায় যোগদান করেছে।বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে তারা ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহয়তা করছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে, ১৪ তলা ভবনের ছাদে বহু মানুষকে জড়ো হতে দেখা যাচ্ছে। আবার কেউ কেউ আতঙ্কে ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে পাশের ভবনে নামার চেষ্টা করছেন- এমন দৃশ্যও দেখা গেছে।