ঢাকাবুধবার , ১৭ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

চারা ক্ষেত থেকে অজ্ঞাত নারীর পোড়া মরদেহ উদ্ধার

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১৭, ২০২৪ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: চারা ক্ষেত থেকে অজ্ঞাত নারীর পোড়া মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় চারা খেত থেকে অজ্ঞাতপরিচয়ে এক নারীর পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার উপজেলার পৌরশহরের ইকড়ছই হাফিজিয়া মাদরাসা এলাকায় চারা খেত মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানান, সকালে স্থানীয়রা দেখতে পান ঝোপের পাশে আধা পোড়া এক অজ্ঞাত নারীর মরদেহ পড়ে আছে। মরদেহের পাশে জুতা ও একটি বোতলও পড়ে ছিল। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।
স্থানীয় কাউন্সিলর সুহেল আহমদ জানান, মরদেহটি মুখসহ শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে গেছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল রয়েছি। সিলেট সিআইডির একটি বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।’ তিনি আরও জানান, দেহের বিভিন্ন অংশ পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।