ঢাকাশুক্রবার , ২৬ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল নগরীতে  নির্মাণাধীন ভবনে বিদ্যুতস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ২৬, ২০২৪ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে নির্মাণাধীন ভবনে রড তুলতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে এক শ্রমিকের প্রাণ গেছে; আহত হয়েছেন আরেক শ্রমিক। শুক্রবার বেলা ১টার দিকে নগরীর ভাটিখানা হারুন-অর রশিদ সড়কের চরকোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কাউনিয়া থানার এসআই সবুজ চন্দ্র পাল জানান।

মৃত ৩০ বছর বয়সী মো. শাহাবুদ্দিন বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন পরিষদের দিনারের পোল এলাকার দুলাল কাজীর ছেলে। তার লাশ বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর আহত শ্রমিক সদর উপজেলার চরমোনাই ইউপির গিলাতলী গ্রামের বাসিন্দা লাল শরীফ (৫০) ওই হাসপাতালেই চিকিৎসাধীন।

এসআই বলেন, “আব্দুল হাই নামে এক ব্যক্তির মালিকানাধীন ভবনের দুই তলায় কাজ করছিলেন দুই শ্রমিক। এক পর্যায়ে রড তুলতে গিয়ে পাশের একটি বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে বিদ্যুতস্পৃষ্টে দুইজনই গুরুতর আহত হন। “তাদের উদ্ধার করে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক শাহাবুদ্দিনকে মৃত ঘোষণা করেন।” তিনি জানান, ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। তাদের সিদ্বান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।