ঢাকারবিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৪

বরিশালের ৩৮৭ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ৪, ২০২৪ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিভাগের আমতলী-তালতলীর ৩৮৭ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার।

ভাষা আন্দোলনের বছরের পর বছর যুগের পর যুগ পারহলেও বরগুনার আমতলী ও তালতলী উপজেলার ৩৮৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে ভাষা শহীদদের স্মরণে কোনো শহীদ মিনার নেই।

ফলে মাতৃভাষা ২১ ফেব্রুয়ারির দিন বাঁশ, কাঠ, কলাগাছ ও মাটি দিয়ে অস্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণ করে সেখানে পুষ্পমাল্য অর্পণ করে ওই সকল বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

দুটি উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, আমতলী উপজেলায় মোট ২৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ১৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৬টি কিন্ডারগার্ডেন, ৭টি কলেজ, ২৬টি মাধ্যমিক বিদ্যালয়, ১৪টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ২৯টি দাখিল মাদরাসা ও ৩০টি ইবতেদায়ি মাদরাসা।

তালতলী উপজেলায় মোট ১৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠন রয়েছে। এর মধ্যে ৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮টি কিন্ডারগার্ডেন, ২টি কলেজ, ১৪টি মাধ্যমিক বিদ্যালয়, ৬টি নিম্ন মাধ্যমিক, ১২টি দাখিল মাদরাসা ও ১২টি ইবতেদায়ি মাদরাসা রয়েছে। এ দুটি উপজেলায় (আমতলী ও তালতলী) মোট শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ৪১৭টি।

এরমধ্যে আমতলী উপজেলার ১৪টি ও তালতলী উপজেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানসহ মোট ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনার থাকলেও বাকি ৩৮৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার।

একুশে ফেব্রুয়ারি এলেই শিক্ষার্থীরা নিজ উদ্যোগে বাঁশ, কাঠ, কোথাও বা কলাগাছ ও মাটি দিয়ে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে সেখানে পুষ্পমাল্য অর্পণ করে কোমলমতি শিশুরা ভাষা শহীদদের শ্রদ্ধা জানায়।

আমতলী উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত আমতলী সরকারি এ কে হাইস্কুল, এমইউ বালক মাধ্যমিক বিদ্যালয়, এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বন্দর মডেল সরকারি প্রাথমিক, একে হাই সংলগ্ন সরকারি প্রাথমিক, ছুড়িকাটা সরকারি প্রাথমিক, ওয়াপদা সরকারি প্রাথমিক, সবুজবাগ মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক, বাসুগী সরকারি প্রাথমিক ও বেগম নুরজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়েও কোনো শহীদ মিনার নেই। এ ছাড়া আমতলী সরকারি কলেজে একটি শহীদ মিনার থাকলেও কেন্দ্রীয়ভাবে আমতলীতে এখনো কোনো শহীদ মিনার স্থাপিত হয়নি।

মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিরের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা অ্যাড. এ কে এম শামসুদ্দিন সানু বলেন, ভাষা আন্দোলনের ৭১ বছরেও আমতলী উপজেলা সদরে একটি কেন্দ্রীয় শহীদ মিনার স্থাপন করা হয়নি, এটা অত্যন্ত বেদনাদায়ক। আশা করি প্রশাসন দ্রুত এ বিষয়ে উদ্যোগ নেবে।

এ ব্যাপারে আমতলী উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বলেন, এ বিষয়ে কার্যকরী উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগকে বলা হবে ।