নিউজ ডেস্ক :: বিএনপি-পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ, রণক্ষেত্র সেগুনবাগিচা
রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত রাজধানী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে।
সেগুনবাগিচা কাঁচাবাজার এলাকায় থেমে থেমে বিএনপি-পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ চলছে।
এসময় বিট পুলিশের কার্যালয়ের সামনে একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
এর আগে রাজধানীর ফকিরাপুলে সংঘর্ষের ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তবে তার নাম-পদবি এখনো জানা যায়নি।
শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা করে সোয়া ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানিয়েছেন।
এদিকে রাজধানীতে মহাসমাবেশের দিন বিএনপি-জামায়াতের ৮৪১ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। নাশকতার সন্দেহ ও পুরান বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করে পুলিশ।