নিউজ ডেস্ক :: হেলমেট পরে মহাসড়কে মোটরসাইকেলে আগুন
ঢাকা-সিলেট মহাসড়কে কয়েকটি মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা। শনিবার (২৮ অক্টোবর) রাতে মহাসড়কের আধুরিয়া এলাকায় আগুন দিয়ে তারা এ বিক্ষোভ করেন। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ একদল হেলমেট পরিহিত যুবক মহাসড়কে বিক্ষোভ শুরু করেন। সেই সঙ্গে সড়ক চলাচলরত কয়েকটি মোটরসাইকেল আটকিয়ে বিএনপির স্লোগান দিতে দিতে আগুন ধরিয়ে চলে যান।
নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আবির হোসেন বলেন, হেলমেট পরিহিত একদল যুবক বিএনপি দলীয় স্লোগান দিয়ে মোটরসাইকেলে ধরিয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই তারা সটকে পরেন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।