নিউজ ডেস্ক :: পুলিশের ওপর হামলা চালিয়ে তিন নেতাকে ছিনিয়ে নিলো বিএনপি নেতাকর্মীরা
গাইবান্ধায় পুলিশের ওপর হামলা চালিয়ে হরতালের পিকেটিং করার প্রাক্কালে আটক তিন নেতাকে ছিনিয়ে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা। রোববার (২৯ অক্টোবর) দুপুরে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে রংপুর চিনিকলের সামনে হরতালে পিকেটিং শুরু করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান সুজাসহ তিন নেতাকে আটক করে। এতে বিএনপিকর্মীরা বিক্ষুব্ধ হয়ে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আটক বিএনপি নেতাকর্মীদের ছিনিয়ে নেয়। পুলিশ এ সময় কয়েক রাউন্ড রাবার বুলেট ও গুলিবর্ষণ করে।
এ বিষয়ে জানতে গোবিন্দগঞ্জ থানা পুলিশের ওসি মো. শাহ আলমের মুঠোফোন একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।’