
নিজস্ব প্রতিবেদক :: আমি নির্বাচিত হলে বরিশাল সদর উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই : এসএম জাকির হোসেন।
 আসন্ন বরিশাল সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন বলেছেন, একমাত্র মানুষের সেবা করেই মহান সৃষ্টিকর্তার আনুগত্য লাভ করা সম্ভব। আমি আপনাদেরই সন্তান তাই আপনাদের সেবক হয়েই বরিশাল সদর উপজেলাবাসীর পাশে থাকতে চাই।
রবিবার (৩মার্চ) বরিশাল সদর উপজেলার কাড়াপুর ইউনিয়নের বসুরহাটে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
এসময় এসএম জাকির হোসেন আরও বলেন, ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে বরিশাল সদর উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।
গণসংযোগকালে কড়াপুরের ইউপি সদস্য হাবিবুর রহমান মিন্টু, জহিরুল ইসলাম মিরন, সংরক্ষিত নারী সদস্য সোনালী আক্তার, ফরিদা বেগম, কড়াপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ রাসেল মিঞা সহ স্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে কড়াপুরের সর্দার বাড়ির ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর শুনে ছুটে যান চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থদের সমবেদনা জানানোর পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
                                                         
                                                     

 

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                    