নিজস্ব প্রতিবেদক :: বরিশালে শাশুড়ির সঙ্গে অভিমান করে গৃহবধুর আত্মহত্যা
বরিশালের বানারীপাড়ায় শাশুড়ির সাথে অভিমান করে তমা (২৪) নামের এক সন্তানের এক জননী গৃহবধু আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সে উপজেলার উদয়কাঠি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লবনসারা গ্রামের পরিতোষ বৈদ্যর স্ত্রী।
জানা গেছে, পুত্রবধু ও শাশুড়ির মধ্যে নানান বিষয় নিয়ে ঝগড়াঝাটি লেগেই থাকতো। তারই ধারাবাহিকতায় রবিবার (২৪ মার্চ) সকালে শাশুড়ির সাথে সাংসারিক কাজকর্ম নিয়ে পুত্রবধু তমার কথা-কাটাকাটি হয়। বেলা সাড়ে দশটার দিকে জানালা দিয়ে গৃহবধূ তমাকে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে বাড়ির লোকজন দরজা ভেঙে তাকে উদ্ধার করে বানারীপাড়া থানা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ থানায় নিয়ে আসে।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো.মাইনুল ইসলাম জানান,এবিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এবং মৃত্যু রহস্য উদঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম মর্গে পাঠানো প্রস্তুতি চলছে। তমার বাবার বাড়ি গোপালগঞ্জে খবর দেয়া হয়েছে বলেও জানান তিনি।