ঢাকাবুধবার , ২৭ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা দিবস উপলক্ষে ঝালকাঠিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ২৭, ২০২৪ ১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: স্বাধীনতা দিবস উপলক্ষে ঝালকাঠিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উৎসবমুখর পরিবেশে ঝালকাঠির সুগন্ধা নদীতে অনুষ্ঠিত হলো নৌকা বাইচ প্রতিযোগিতা।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে ইকোপার্ক থেকে পৌর মিনি পার্ক পর্যন্ত ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রশাসন।

জাঁকজমকপূর্ণ এমন নৌকাবাইচকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজে মেতেছিল। এছাড়াও আশপাশের এলাকা থেকেও অসংখ্য মানুষ এই আয়োজন দেখতে সুগন্ধা নদীর দুই পাড়ে ভিড় জমান। বিভিন্ন আকৃতির বাহারি নৌকা আর রংবেরঙের পোশাক পরে প্রতিযোগীরা নৌকাবাইচে অংশ নেন।

প্রতিযোগিতায় বিজয়ী দলকে পুরস্কার দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম। এসময় পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির উপস্থিত ছিলেন।

প্রতিযোগীতায় ৭ টি নৌকা অংশগ্রহণ করে এতে শেখের হাট ইউনিয়ন পরিষদ বিজয়ী হয়।এছাড়া ঝালকাঠি সদর উপজেলা পরিষদ ২য় ও চেম্বার অফ কর্মাস ৩য় হয়।