নিজস্ব প্রতিবেদক :: কাউখালীতে জেলা প্রশাসকের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন।
পিরোজপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহেদুর রহমান ২৭ মার্চ বুধবার দিন ব্যাপী উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন। বিভিন্ন কর্মকান্ডের ভিতরে ছিলেন কচুয়াকাঠী-কুমিয়ান আবাসনের প্রায় ৯৫০ ফিট রাস্তা আরসিসি করণ, সমবায়ে সাশ্রয়ী বাজার ঘর স্থাপন, উপজেলা বাউন্ডারি ওয়াল, জাতীয় স্মৃতিসৌদিদের আদলে স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন, স্বাধীনতা কাপ টি-২০ টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ, সার্বজনিন পেনশন বিষয়ক সভা, কৃষক উদ্বুদ্ধকরন মাঠদিবস, এবং বেকুটিয়া ব্রিজের গোলঘর এর শুভ উদ্বোধন। এ সময় জেলা প্রশাসকের সাথে ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সজল মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আরা হাদিয়া,কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, সরকারি কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধি, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, সাংবাদিকবৃন্দ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ।