নিজস্ব প্রতিবেদক :: প্রধানমন্ত্রীর সঙ্গে ববির উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। আজ রোববার দুপুরে গণভবনে এ সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালে উপাচার্য প্রধানমন্ত্রীকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামোগত কাজের বিষয়ে অবহিত করেন এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসার ইচ্ছা প্রকাশ করেন।
সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা দেন এবং তাঁর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন উপাচার্য