নিজস্ব প্রতিবেদক :: তালতলীতে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে, আহত ৪
বরগুনার তালতলী উপজেলায় জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষে চারজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত শনিবার বিকেল চারটার দিকে তালতলী উপজেলার মধ্যে চরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলো শিকারি পাড়া গ্রামের মুসলিম হাওলাদার এর ছেলে ইসমাইল, ইসমাইলের স্ত্রী শাহিদা বেগম, ছেলে আয়নাল ও শ্যালক আজিজ হাওলাদার।
এদের মধ্যে গুরুতর ইসমাইলকে মুমূর্ষ অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্যরা তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাথমিক চিকিৎসা নেয়।
আহত ইসমাইল জানান, আমার শ্বশুরবাড়ি মধ্যচর পাড়া গ্রামে। শ্বশুরের জমি জমা নিয়ে শ্যালক আজিজের সাথে তার অন্যান্য ভাই জলিল, লতিফ,ও আব্দুল হকের বিরোধ চলে আসছে।
বিষয়টি সমাধানের জন্য ইসমাইলকে খবর দিয়ে ডেকে নেয় শ্বশুরবাড়িতে।
ইসমাইল তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে শ্বশুর বাড়িতে যাওয়ার পর একপর্যায় কথার কাটাকাটিতে শ্যালক জলিল, লতিফ, আব্দুল হক, আল আমিনসহ অজ্ঞাত কয়েকজন ইসমাইলের উপর অতর্কিত ভাবে রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত যখন করেন।। এ সময় ইসমাইলের স্ত্রী সাহিদা, ছেলে আয়নাল এবং অপর শ্যালক আজিজ বাঁচাতে আসলে তাদেরকেও লোহার রড দিয়ে দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন জলিল সহ অন্যান্য সহযোগীরা।
স্থানীয় ও পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে ইসমাইলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে রেফার করা হয়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।